বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে ঈদে পর্যটকদের ভিড়ে মুখরিত আকাশলীনা ইকো ট্যুরিজম নারী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করলেন মহিলা ক্রীড়া সংস্থা সাতক্ষীরায় মঙ্গল শোভাযাত্রা গান পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপিত নির্বাচিত হলে সকল ধর্মীয় প্রতিষ্ঠান আধুনিকায়ন করা হবে চেয়ারম্যান প্রার্থী বাবু সাতক্ষীরায় আন্তর্জাতিক ক্রীড়াবিদদের ঈদ পূর্ণমিলনী যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত কলারোয়ায় নিহত ঢাবি শিক্ষার্থীর পরিবারকে আর্থিক অনুদান সোনাবাড়ীয়ায় বর্ণাঢ্য আয়োজনে ২ দিনব্যাপী কৃষকের ঈদ আনন্দ কলারোয়া পৌর মেয়রের মাতা সায়রা বানুর ইন্তেকাল দেবহাটায় নববর্ষ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

রেকর্ডের ম্যাচে পর্তুগালের দুর্দান্ত জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: কাতার বিশ্বকাপের বিষাদমাখা স্মৃতি ভুলে ফুটবলকে বেশ ভালোভাবেই উপভোগ করছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলে নিজের দক্ষতা দেখানোর পাশাপাশি দেশের জার্সিতেও সরূপে ফিরেছেন তিনি। যার প্রমাণ মিললো লিসবনে গত বৃহস্পতিবার রাতে। এদিন লিখটেনস্টাইনের বিপক্ষে পর্তুগাল জয় পায় ৪-০ গোলের বড় ব্যবধানে। যেখানে সিআরসেভেন একাই করেছেন জোড়া গোল। বিশ্বকাপ ব্যর্থতার পর জাতীয় দলের জার্সিতে রোনালদোকে আর পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা জেগেছিলো। তবে পর্তুগিজদের নতুন কোচ রবার্তো মার্টিনেজের কিংবদন্তীকে চিনতে ভুল করেননি। নতুন দায়িত্ব নেওয়া বেলজিয়ামের সাবেক এই কোচের ঘোষিত প্রথম স্কোয়াডেই দেখা যায় সিআরসেভেনের নাম। কোচের আস্থার প্রতিদান দিতেও দেরি করলেন না আল-নাসর তারকা। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়ার উপলক্ষে জোড়া গোলে নিজের ক্যারিয়ারকে রাঙিয়ে নিলেন রোনালদো। তার রেকর্ডময় রাতে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে শুভসূচনা পেলো সাবেক চ্যাম্পিয়নরা। লিখটেনস্টাইনের বিপক্ষে এই ম্যাচে মাঠে নেমে কুয়েতের বাদের আল মুতাওয়াকে ছাড়িয়ে পুরষ আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন রোনালদো। ১৯৭ ম্যাচ খেলে বর্তমানে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। একইসঙ্গে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও তিনি। জাতীয় দলের জার্সি গায়ে তার মোট গোলের সংখ্যা ১২০টি। কাতার বিশ্বকাপের পর পর্তুগালের ঘুরে দাঁড়ানোর ম্যাচের শুরুটা হলো স্বপ্নের মতো। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরা পর্তুগালের সাফল্য পেতেও খুব একটা অপেক্ষা করতে হলো না। ম্যাচের অষ্টম মিনিটে ব্রæনো ফার্নান্দেসের কর্নার পাঞ্চ করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি লিখটেনস্টাইন গোলরক্ষক। বক্সের বাইরে বল পেয়ে যান কানসেলো। তার শটে বল এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়। ম্যাচের ২৩তম মিনিটে গোলের সুযোগ মিস করেন রোনালদো। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে জয়ের পথে এগিয়ে যায় পর্তুগাল। ৪৭তম মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে প্রথমটি করেন বার্নার্দো সিলভা। খানিক পর কানসেলো বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট-কিকে স্কোরলাইন ৩-০ করেন রোনালদো। ৫৮তম মিনিটে আবার সফরকারীদের জালে বল পাঠান রোনালদো, তবে এবার অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। অফসাইডে গোল ভেস্তে যাওয়ার পর পাঁচ মিনিট পর ফ্রি-কিকে ঠিকই নিজের দ্বিতীয় গোল পেয়ে যান রোনালদো। বক্সের ঠিক বাইরে থেকে পর্তুগিজ মহাতারকার বুলেট গতির শর্ট ঠেকানোর ক্ষমতা ছিলো না লিখনেস্টাইন গোলরক্ষকের। পর্তুগালের একচেটিয়া আধিপত্যের ম্যাচে শেষ পর্যন্ত আর গোল হয়নি। ৪-০ গোলের বড় ব্যবধানে জয়ে ইউরো বাছাইয়ে দাপুটে শুরু পেলো রোনালদোর দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com