এফএনএস স্পোর্টস: বয়স হয়ে গেছে ৩৭, বলা যায় নিজের শেষ বিশ্বকাপেই খেলতে নেমেছেন লিওনেল মেসি। নিজেও তেমন ইঙ্গিত দিয়ে রেখেছেন আগেই। আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের শেষ বিশ্বকাপে শিরোপা জয়ের জন্য বদ্ধ পরিকর আর্জেন্টাইন অধিনায়ক। আর নিজের শেষ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থেকেই দলকে টেনে নিয়ে যাচ্ছেন মেসি। কোয়ার্টার ফাইনালেও দুরন্ত পারফর্ম করে দলকে সেমিফাইনালে তুলেছেন মেসিও। সেই সঙ্গে নিজে গোল করে আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলদাতার তালিকায় গ্যাব্রিয়েল বাতিস্তুতার পাশ বসেছেন মেসি। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেছেন মেসি। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন তিনি। এবারের বিশ্বকাপে এটি ছিলো মেসির চতুর্থ গোল। এই গোলেই আলবিসেলেস্তাদের জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ১০ গোল করার বাতিস্তুতার রেকর্ডে ভাগ বসালেন মেসি। সাবেকে আর্জেন্টাইন স্ট্রাইকার বিশ্বকাপে গোল করেছিলেন ১০টি। মেসিরও বর্তমান গোলসংখ্যা ঠিক ১০টি। বাতিস্তুতাকে ছাড়িয়ে এককভাবে শীর্ষস্থান দখল করতে মেসির প্রয়োজন আর মাত্র একটি গোল। মেসি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে তার জন্য বাতিস্তুতাকে ছাড়িয়ে এককভাবে শীর্ষস্থানে বস্টা যেন সময়ের ব্যাপার মাত্র। বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী, ম্যাচ খেললেই সেই রেকর্ড নিজের করে নিতে পারেন মেসি।