শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

রেকর্ড গড়ে সিরিজ জয় করলো নিউজিল্যান্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২

এফএনএস স্পোর্টস: স্কটল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলেছিল সফরকারীরা। যা টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড। জবাবে মাত্র ১৫২ রানেই থেমে যায় স্কটল্যান্ডের ইনিংস। নিউজিল্যান্ড জয় পেয়েছে ১০২ রানে। ৪৪ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মার্ক চ্যাপম্যান। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানেই ফিন অ্যালেনকে (৬) হারায় নিউজিল্যান্ড। তবে এতে তাদের বড় ক্ষতি হয়নি। প্রথম ছয় জনের পাঁচ জনই উপহার দিয়েছেন ঝড়ো ইনিংস। গত বছরের নভেম্বরের পর প্রথমবার এই সংস্করণে খেলতে নেমে বাঁহাতি ব্যাটার চ্যাপম্যান ৪৪ বলে ৭ ছক্কা ও ৫ চারে করেন ৮৩ রান। ২৫ বলে ৮ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬১ রান করেন মাইকেল ব্রেসওয়েল। জেমস নিশাম ১২ বলে ৩ ছক্কা ও একটি চারে করেন ২৮ রান। নিউজিল্যান্ডের ইনিংসে ছক্কা হয়েছে মোট ১৮টি, এক ইনিংসে যা তাদের সর্বোচ্চ। রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। ক্রিস গ্রিভস ২৯ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে বেরিংটনের ব্যাট থেকে। একসময় নেদারল্যান্ডসের হয়ে খেলা মাইকেল রিপন বাঁহাতি রিস্ট স্পিনে ৩৭ রানে নেন ২ উইকেট। জিমি নিশাম মাত্র ৯ রানে নেন ২ উইকেট। ২০ ওভারে ৯ উইকেটে ২৫২ রানে থামে স্কটিশরা। দুই দলের একমাত্র ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com