শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

রেজার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, ৩০ ডিসেম্বর শনিবার বিকাল ৩ টায় কিষান মজদুর ইউনাইটেড অ্যাকাডেমি হাই স্কুল মাঠে, বি, এন, এম থেকে মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার নির্বাচনী জনসভা মাওঃ মোঃ আয়ুব হোসেন এর সভাপতিত্বে ও মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। গোলাম রেজার নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নির্বাচনী জনসভায় নোঙ্গর প্রতিকের প্রার্থী গোলাম রেজা তার বক্তব্যে আগামী ৭ জানুয়ারি সকল ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তার বর্নাঢ্য রাজনৈতিক পরিচয় তুলে ধরা সহ আজীবন নির্বাচনী এলাকার মানুষের কল্যানে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা সহ প্রতিটি ইউনিয়ন থেকে ১ হাজার বেকারদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে চাকুরী প্রদান এবং তার শ্যামনাগরের বাড়িটি ২০ তলায় রুপান্তরিত করে আধুনিক হাসপাতাল নির্মাণ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদান করার কথা জানান। এছাড়া তিনি জনগণের উদ্দেশ্যে বলেন আমি ২০০৮ সালে আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শ্যামনগরে ১৬ বিঘা জমির উপর বাস টার্মিনাল স্থাপন করেছি। কথা নয় আমি কাজে বিশ্বাসী। আপনারা যদি আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমার নোঙ্গর মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন তবে আমি আমার বাকী জীবনটা আপনাদের সেবায় বিলিয়ে দেব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো: ইউনুস আলী, অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ,বীর মুক্তি যোদ্ধা আব্দুল লতিফ, কাশিমাড়ি ইউপির সাবেক সদস্য আলহাজ্ব মুজিবর রহমান, ইউপি সদস্য খান আব্দুল্লাহ আল মামুন, নাসির উদ্দিন, ইউপি সদস্য আব্দুল কাদের, মনিরুজ্জামান মণি, আবুল বাশার মনিরুজ্জামান লিটু, রেজাউল করিম, আব্দুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com