কপিলমুনি প্রতিনিধি \ রবিবার সকালে কপিলমুনিতে রেজিষ্ট্রেশন বিহীন মটর সাইকেলের বিরুদ্ধে খুলনা জেলা ট্রাফিক পুলিশ অভিযান চালিয়েছে। এসময় মটর সাইকেলের রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, চালকের হেলমেট ও ফিটনেস না থাকায় মটরসাইকেল আটক করে মামলা দিয়েছে। খুলনা জেলা ট্রাফিক পুলিশের টিএসআই আব্দুল মান্নান সর্ঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে টিএসআই আব্দুল মান্নান জানান, খুলনা জেলা ট্রাফিক পুলিশের রুটিন অনুযায়ী রবিবার অন্তঃজেলার কপিলমুনিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মটর সাইকেল ও ফিটনেস বিহীন বাসের লাইসেন্স না থাকায় মামলা দিয়ে এগুলি আটক করে কপিলমুনি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।