কালিগঞ্জ প্রতিনিধি\ সাতক্ষীরা জেলার একমাত্র কমিউনিটি রেডিও ৯৯.২ এফ.এম রেডিও নলতার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় স্থানীয় পর্যায়ের উপদেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা‘র সভাপতিত্বে তারই সভাকক্ষে রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রতিনিধি সুকুমার দাশ বাচ্চুসহ মামুন হোসেন, প্রতিমা রানী, রবিউল হোসেন, শাহিন আলম প্রমুখ। সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।