শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

রোজার আগেই যুদ্ধ বিরতি কার্যকর হতে যাচ্ছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ একদিকে চলছে যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে আলোচনা অন্যদিকে গাজার পথে পথে চলছে দখলদার ইসরাইলি বাহিনীর গণহত্যা। গতকাল পর্যন্ত সাড়ে চার মাসে ইসরাইলি বাহিনীর হামলায় প্রায় ত্রিশ হাজার নিরস্ত্র নিরীহ ফিলিস্তিীনি হত্যাকান্ডের শিকার হয়েছে। বর্তমান সময় গুলোতে দখলদার ইসরাইলি বাহিনী ঐতিহ্যবাহী এবং জনবহুল রাফা শহরে চরম হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে। রাফার একমাত্র হাসপাতাল ও অক্ষত নেই। গতকাল কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে দখলদার ইসরাইলি বাহিনী রাফা শহরের আশ্রয় শিবির গুলোতেও ব্যাপক ভিত্তিক হামলা পরিচালনা করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে রাফার পাশে মিশর সীমান্ত হওয়ায় গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য মিশরে নিতে চাইলে দখলদার বাহিনীর সদস্যরা তা নিতে দিচ্ছে না। মিশরের সাথে ইসরাইল সীমান্ত চুক্তি করতে চলেছে এমন খবরও দিয়েছে আল জাজিরা টেলিভিশন। গতকাল রয়টার্স এর খবরে বলা হয়েছে মিশর সীমান্তে মিশরীয় কর্তৃপক্ষ সীমানা প্রাচীর নির্মান করছে ধারনা করা হচ্ছে ফিলিস্তিনিরা যেন সীমান্ত পাড়ি দিয়ে মিশরে অনুপ্রবেশ করতে না পারে এ জন্যই মিশরসীমান্ত প্রাচীর নির্মান করছে। উল্লেখ্য হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ বিরতির বিষয়ে কাতারের পাশাপাশি মিশর মধ্যস্থতার ভূমিকা পালন করছে। ইসরাইলি বাহিনী উত্তরের বিভিন্ন লোকা বিমান হামলায় বিরানভূমিতে পরিনত করলেও উত্তরাঞ্চলে হামাস যোদ্ধারা নিরবিচ্ছিন্ন ভাবে দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মরনপন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসরাইলের প্রাক্তন সেনা প্রধান গাজা যুদ্ধে কর্মরত একাধিক কমান্ডারের বরাত দিয়ে বলেছে যে উত্তরের জনপদে অর্থাৎ উত্তর গাজায় ইসরাইলি বাহিনী তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রনে থাকার বিষয়টি নিশ্চিত করলেও দৃশ্যতঃ সেখানে হামাস যোদ্ধাদের অস্তিত্ব বিদ্যমান। হামাস সদস্যদের অধিকাংশ সুড়ঙ্গ অরক্ষিত এবং ইসরাইলি বাহিনী দাবী করে করে আসছে গাজায় হামাসের সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে কিন্তু বাস্তবতা হলো হামাস তাদের সুড়ঙ্গে নিরাপদে অবস্থান নিয়ে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে। সাম্প্রতিক সময় গুলোতে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা হামাসের পক্ষ হতে ব্যাপক ভাবে প্রতিরোধ হামলার মুখে পড়ছে। খান ইউনিস গাজার অন্যতম সমৃদ্ধশালী ও শিক্ষা নারী হিসেবে পরিচিত। খান ইউনিসে গাজার অত্যাধুনিক হাসপাতাল গুলোর অবস্থান কিন্তু গত সাড়ে চার মাসে দখলদার ইসরাইলি বাহিনী খান ইউনিসের হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে ধ্বংস সাধন করতে পারেনি গত পনের দিনে তা করেছে এবং বর্তমান সময়ে গাজার বৃহত্তম ও অত্যাধুনিক আল নামের হাসপাতাল বোমা হামলায় পুরোপুরি ধ্বংস করেছে। হাসপাতালটিতে বর্তমানে কোন ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। খান ইউনিসের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও মাটির সাথে মিশিয়ে দিয়েছে। শতাব্দী হতে কয়েকশত বছরের মসজিদ গুলোকেও বিমান হামলায় ধ্বংস করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন হতে জানাযায় ধ্বংস হওয়া মসজিদ গুলোর মধ্যে অবস্থান নিয়ে ফিলিস্তিনিরা নামাজ আদায় করছে। খান ইউনিস, উত্তর, পশ্চিম, মাধ্যগাজা সহ রাফা শহরের ফিলিীস্তনিদের ঘুম ভাঙ্গতো আজানের সুমধুর ধ্বনিতে সেই আজান এখন আর শোনা যায় না, এদিকে মার্কিন প্রেসিডেন্ট আশারবানী শুনালেন, জো বাইডেন গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন আসন্ন রমজান মাস শুরুর পূর্বেই গাজায় যুদ্ধ বিরতি কার্যকর হবে। উল্লেখ্য মাকিন যুক্তরাষ্ট্র বরাবরই ইসরাইলের পক্ষে অবস্থান নিয়ে গাজায় বিমান হামলা সহ নিরিহ ফিলিস্তিনি হত্যার পক্ষে অবস্থান নিয়ে চলেছে। সাম্প্রতিক সময় গুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতির পক্ষে ব্যাপক ভিত্তিক অবস্থান নেওয়ায় নেতানিয়াহু সরকার কিছুটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন। এদিকে হুতি যোদ্ধারা গতকালও লোহিত ও ভূমধ্যসাগরের অভ্যন্তরে চলাচল করা জাহাজ এ হামলা চালিয়েছে। হুতিদের পক্ষ হতে বলা হয়েছে ইসরাইল, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজগুলোতে তারা হামলা চালাবে। গতকাল ও গাজায় ক্ষুধার্থ ফিলিস্তিনিরা ত্রানবাহী গাড়ী লক্ষ করে ছুটেছে। খাবারের জন্য হাহাকার এবং সুপেয় পানির অভাব হেতু পুরো গাজা দৃশ্যতঃ দুর্ভিক্ষের নগরীতে পরিনত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com