ডুমুরিয়া প্রতিনিধি \ ২১ রমজান রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন খুলনার ১৬৬৩ তম সাপ্তাহিক সভা ও ইফতারি মাহফিল খুলনা ক্লাবে অনুষ্ঠিত হয়। ইফতারি মাহফিলে হোস্ট হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান কামরুল হাসান। আরো উপস্থিত ছিলেন রোটাঃ সৈয়দ আবু সইদ, সৈয়দ হাফিজুর রহমান, সরদার আবু তাহের, মোল্লা মারুফ রশিদ, মোঃ নুরুল আমিন, মোঃ শফিকুর রহমান তুহিন, মোঃ শাহজাহান জমাদ্দার,ইকবাল হাসান তুহিন, মনজুর কাদির, নাজমুন মিলি,চিশতি মাহমুদ হাসান প্রমুখ ।রোটারি ক্লাব অফ সাউথ ব্রিজের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহাজান জমাদ্দার বলেন রমজান মাসে আমাদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কুরআন মজিদ নাজিলের মাস, এই মাসের গুরুত্ব অনেক বেশি।এই মাসে একটি টাকা দান করলে ৭০ গুণ সোয়াব হবে।তাই এই মাসে বেশি বেশি আমরা দান করব এবং সওয়াব হাসিল করব।শেষে মোনাজাত করে ইফতারি করা হয়।