স্টাফ রিপোর্টার \ রোটারী ক্লাব অব সাতক্ষীরা ফ্রি চক্ষু শিবির—২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ২য় তলায় রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল’র যৌথ আয়োজনে এবং সাইট সেভার্স ও ব্র্যাক এর সহযোগিতায় রোটারী ক্লাব অব সাতক্ষীরা ক্লাবের প্রেসিডেন্ট ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, চক্ষু শিবির’র চেয়ারম্যান মো. কামরুজ্জামান রাসেল, কো—চেয়ারম্যান অলিউল্লাহ, রোটাঃ পিপি ডা. সুশান্ত ঘোষ, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনি, রোটাঃ পিপি ফারহা দীবা খান সাথী, আব্দুল মান্নান, রোটাঃ শিমুন শামস্, রোটাঃ সিএন নাজমুল ইসলাম, রোটার্যাক্টর মো. নাইমুর রহমান, আবু তাহের বিল্লাহ, শারমিন আক্তার রিয়া, কর্ণ বিশ্বাস, মেহেদী, আতিক মুজাহিদ, আমিনুর রহমান, শিহাব হোসেন ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ। ফ্রি চক্ষু শিবির—২০২৫ এ ২ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগী চিকিৎসা নিতে রেজিস্টে্রশন করে। চক্ষু পরীক্ষা শেষে আগত রোগীদের ব্যবস্থা পত্র এবং ফ্রি চোখের ছানী অপারেশনের জন্য ৫৯ জন চক্ষু রোগীকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্য ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম।