এফএনএস লাইফস্টাইল: বৃষ্টি ঝরছে তো ঝরছেই। একে তো ঈদের ছুটি, তার উপর এমন ঘোর বর্ষা। এমন খিচুড়ি-মাংস খাওয়ার আবহাওয়ায় ছুটি কাটাতে যদিও বেশ লাগছে, কিন্তু বিড়ম্বনা বাড়ছে ভেজা কাপড় নিয়ে। দিনের পর দিন রোদের দেখা নেই, ফলে ভেজা কাপড় শুকানো যাচ্ছে না। স্যাঁতসেঁতে ও দুর্গন্ধময় হয়ে আছে কাপড়। এমন মেঘ-বৃষ্টির দিনে কাপড় শুকানোর জন্য কী করবেন? জেনে নিন টিপস। ১। পোশাক থেকে পানি বের করুন যতটুকু সম্ভব : পোশাক ধোয়ার পর খুব ভালো করে নিংড়ে নিতে হবে। দুটি তোয়ালের সাহায্যেও বাড়তি পানি শোষণ করে নেওয়া যায় পোশাক থেকে। এজন্য একটি বড় নরম তোয়ালে নীচে রাখুন এবং উপরে ভেজা পোশাক রাখুন। তারপর আরেকটি তোয়ালে উপরে রেখে এক প্রান্ত থেকে শুরু করে তোয়ালে দিয়ে সম্পূর্ণভাবে মুড়ে নিন পোশাক। শক্তভাবে মোচড় দিয়ে নিংড়ে নিন পোশাক। আপনার পোশাকে থাকা অতিরিক্ত পানি টেনে নেবে তোয়ালে। এবার এই আধা শুষ্ক পোশাক বাতাসে মেলে দিন। পরার আগে পাতলা একটি তোয়ালে পোশাকের উপর বিছিয়ে কম তাপে আয়রন করে নিন। ২। স্টিম আয়রনের সাহায্যে : স্টিম আয়রন ব্যবহার করে পোশাক শুকিয়ে নিতে পারেন। তবে এ ক্ষেত্রে কোন ফেব্রিকের পোশাক শুকাচ্ছেন সেটা মাথায় রাখা জরুরি। সুতি, লিলেন, সিল্ক বা জর্জেটের পোশাক ভেদে তাপমাত্রা ঠিক করে নেবেন ইস্ত্রির। ৩। ওয়াশিং মেশিনের ড্রায়ার ব্যবহার করে : ওয়াশিং মেশিন থাকলে ড্রায়ারে দিয়ে অনায়াসে শুকিয়ে নিতে পারবেন কাপড়। ভেজা জিন্স শুকানোর প্রয়োজন হলে আর্দ্রতা শোষণ করার জন্য তোয়ালে ব্যবহার করতে পারেন। এছাড়াও এটি ড্রায়ারের ভেতরের ময়েশ্চার কমাতে সাহায্য করে। ফলে দ্রæত পোশাক শুকায়। আরেকটি পদ্ধতি হচ্ছে ওয়াশারকে স্পিন এবং ড্রেন সাইকেলে সেট করা এবং ড্রায়ারকে উচ্চ তাপে রাখা। দশ মিনিট পরে, কাপড় ড্রায়ারে রাখুন এবং ১৫ মিনিটের জন্য উচ্চ তাপে সেট করুন ড্রায়ার। অতিরিক্ত পানি দূর হবে পোশাক থেকে। ৪। হেয়ার ড্রায়ারের সাহায্যে : কাপড় শুকানোর আরেকটি দ্রæততম উপায় হচ্ছে হেয়ার ড্রায়ার ব্যবহার করা। ভেজা কাপড় ভালো করে নিংড়ে একটি সমতল পৃষ্ঠে রাখুন বা হ্যাঙ্গারে ঝুলিয়ে দিন। এরপর জামাকাপড়ের জায়গায় জায়গায় বেøা-ড্রাই করা শুরু করুন। কোনো জায়গায় বেশিক্ষণ ধরে রাখবেন না হেয়ার ড্রায়ার। এতে অতিরিক্ত তাপের কাপরনে পোশাকের ক্ষতি হতে পারে। ৫। ঘরের ভেতর ঝুলিয়ে দিন ভেজা কাপড়, তবে… : যখন কোনোভাবেই দেখা পাওয়া যায় না সূর্যের, তখন পোশাক শুকানোর জন্য ঘরের বিভিন্ন জায়গায় আমরা কাপড় ঝুলিয়ে দিই। এতে ধীরে ধীরে পোশাক হয়তো শুকিয়ে যায়, কিন্তু ঘরের পরিবেশ হয়ে পড়ে স্যাঁতসেঁতে ও আর্দ্র। এ ক্ষেত্রে ঘরের কোণে স্তুপ করে খবরের কাগজ রেখে দিতে পারেন। ঘরের বাড়তি ময়েশ্চার টেনে নেবে খবরের কাগজ। রাতে বেশিরভাগ সময়ই রুমের ফ্যান অন থাকে। সেক্ষেত্রে ফ্যানের নিচে একটি দড়ি টাঙিয়ে কাপড় মেলে দিন। সারারাত ফ্যানের বাতাসে বেশ শুকিয়ে যাবে। তবে ঘরের একটা দরজা বা জানালা খুলে রাখার চেষ্টা করবেন যেন ঘর স্যাঁতসেঁতে না হয়। দড়িতে ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি পোশাক শুকানোর র্যাকও ব্যবহার করতে পারেন।