বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

রোনালদোর অবিশ^াস্য গোলে জয় পেলো আল নাসর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে ঘুরে দাঁড়িয়ে আল রিয়াদকে ২—১ গোলে হারিয়েছে আল নাসর। গত শনিবার রাতে স্টেফানো পিওলির হয়ে দুটি গোলই করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে দ্বিতীয়টি ছিল চোখে লেগে থাকার মতো। দুর্দান্ত ভলি শটে গোলটি করেছিলেন পতুর্গিজ সুপারস্টার। আল নাসরের ঘরের মাঠে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আল রিয়াদকে এগিয়ে দেন ফাইজ সেলেমানি। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের ব্যবধানে দুই গোল করে আল নাসরের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন রোনালদো। সিআরসেভেনের প্রথম গোলটি আসে ৫৬ মিনিটে। চমৎকার ফ্রি—কিক রুটিনের মাধ্যমে সাদিও মানে ৬ গজের বক্সে ফাঁকা পেয়ে তাকে বল বাড়ান। রোনালদো কাছ থেকে খালি জালে বল পাঠান। চোখে পড়ার মতো ছিল ৪০ বছর বয়সী রোনালদোর দ্বিতীয় গোলটি। একটি ক্রস বক্সের প্রান্তে ক্লিয়ার হলে দুর্দান্ত ভলি শটে বলটি গোলবারের উপরের কোণা দিয়ে জালে পাঠান রোনালদো, যা আল রিয়াদের গোলরক্ষককে পুরোপুরি অসহায় করে দেয়। গত সপ্তাহে আল হিলালের বিপক্ষে জোড়া গোল করার পর এটি ছিল রোনালদোর টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল, আর মৌসুমে এটি তার ষষ্ঠ মাল্টি—গোল ম্যাচ। টানা পাঁচ ম্যাচে গোল করা রোনালদো শেষ সময়ে গোলের সুযোগ তৈরি করেন জন ডুরানের জন্যও। কলম্বিয়ান স্ট্রাইকারকে বল বাড়ান তিনি। তবে ডুরান লক্ষ্যভ্রষ্ট শট নেন, যা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। শেষ দিকে বিপদে পড়তে যাচ্ছিল আল নাসর। আল রিয়াদের বদলি খেলোয়াড় এনেস সালি কাত করা একটি শটে পোস্টে বল লাগান। তবে শেষ পর্যন্ত আল নাসর লিড ধরে রাখতে সক্ষম হয় এবং লিগে তাদের এটি ছিল ১৭তম জয়। ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে এখন আল নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে এক পয়েন্ট এবং শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে রোনালদোরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com