সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় নকল দুধ তৈরির উপকরন সহ ২ ভাই আটক দেবহাটা জামায়াতের রুকন সম্মেলন পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই ফুলকোর্ট রেফারেন্স সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা চাম্পাফুল ২ দিন ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বিড়ালাক্ষীতে আফসানার আত্মহত্যা আটুলিয়ায় হতদরিদ্রদের মাঝে মোটর ভ্যান উপহার প্রদান অনুষ্ঠিত আনুলিয়ায় দুর্গত মানুষের মাঝে ইসলামী ছাত্রশিবিরের ত্রান সামগ্রী উপহার প্রদান আশাশুনিতে জবর দখল ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আলোচনা সভা

রোনালদোর জোড়া গোলে আল নাসরের দুর্দান্ত জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

এফএনএস স্পোর্টস: সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ রিয়াদ ডার্বিতে আল নাসর ৩-১ ব্যবধানে জয় পেয়েছে আল হিলালের বিপক্ষে। শুক্রবারের এই ম্যাচে দলটির তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলের জয়ের পথ মসৃণ করেন। এই জয় দিয়ে আল নাসর লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে এবং শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করেছে।
ম্যাচটি ছিল সৌদি প্রো লিগের একটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথমার্ধে দুটি দলই আক্রমণ ও প্রতিআক্রমণে তৎপর থাকলেও গোলের দেখা পায়নি। তবে ৪৫ মিনিটে দারুণ এক শটে আল হাসান আল নাসরের হয়ে এগিয়ে দেন। তিনি বক্সের বাইরে থেকে শক্তিশালী একটি শট নেন, যা গোলরক্ষক ইয়াসিন বোনোর হাত ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়।
বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে রোনালদো আল নাসরের লিড দ্বিগুণ করেন। সাদিও মানে এক অসাধারণ পাস দেন এবং রোনালদো নিখুঁতভাবে গোল করেন, ইয়াসিন বুনুকে পরাস্ত করে। তবে আল হিলাল হাল ছেড়ে দেয়নি। তারা ৬২ মিনিটে কর্নার থেকে আলি আল বুলাইহির হেডে একটি গোল শোধ করে ম্যাচে ফিরতে চেয়েছিল। কিন্তু রোনালদো ৮৮ মিনিটে পেনাল্টি থেকে তার দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
রোনালদোকে এই জয়ের জন্য বিশেষভাবে প্রশংসা করতে হবে। পর্তুগিজ তারকা এই ম্যাচে জোড়া গোল করে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন। তবে ম্যাচ শেষে রোনালদো তার ব্যক্তিগত রেকর্ড নিয়ে কোনো আলোচনা করেননি। তিনি জানিয়েছেন, “আমি ব্যক্তিগত রেকর্ড নিয়ে চিন্তা করি না, বরং দলের জয়টাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আজকের জয়টা ছিল দারুণ, বিশেষ করে হিলালের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে।”
এছাড়া, চলতি মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদো তার গোলসংখ্যা বাড়িয়ে ২১ গোল করেছেন। তার ক্যারিয়ার মোট গোলের সংখ্যা এখন ৯৩১টি। ৪০ বছর বয়সেও রোনালদোর ফিটনেস এবং গোল করার তীব্রতা দেখে তার ১,০০০ গোলের লক্ষ্যকে অনেকটা কাছাকাছি মনে হচ্ছে।
এই গুরুত্বপূর্ণ জয় থেকে আল নাসর এখন ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। তারা এখন দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের থেকে ৩ পয়েন্ট পিছনে এবং শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে ৭ পয়েন্ট দূরে। এই ডার্বি জয় দিয়ে তাদের শিরোপা দৌড়ে টিকে থাকার সম্ভাবনা বাড়লো।
এখন আল নাসরের সামনে নতুন চ্যালেঞ্জ। আগামী দিনগুলোতে তাদের সামনে আরও কঠিন ম্যাচ আসছে, এবং সৌদি প্রো লিগ ও এএফসি চ্যাম্পিয়নস লিগে তাদের লক্ষ্য থাকবে শিরোপা জেতা। রোনালদো তার দলের প্রতি অবিরাম সমর্থন জানিয়ে বলেছেন, “আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি, যাতে দলকে সাফল্য এনে দিতে পারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com