বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

রোমঞ্চকর ম্যাচে ইন্টার সিটিকে হারিয়ে স্প্যানিশ কাপের শেষ ষোলতে বার্সা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: অতিরিক্ত সময়ে গড়ানো স্প্যানিশ কাপের শেষ ৩২ এর ম্যাচে গত বুধবার ইন্টার সিটির বিপক্ষে ৪-৩ গোলে জয় নিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে বার্সেলোনা। তৃতীয় বিভাগের ক্লাবটির বিপক্ষে রোমঞ্চকর এই ম্যাচে অতিরিক্ত সময়ে বার্সার হয়ে জয়সুচক গোলটি করেছেন আনসু ফাতি। অ্যালিসান্তের ছোট্ট ক্লাবটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল কাতালান জায়ান্টদের। লা মাসিয়ার সাবেক তরুণ তারকা ওরিওল সোলদেভিলার হ্যাটট্রিক ম্যচটিকে নিয়ে যায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ফাতির ডিফ্লেক্টেড শটের গোলটির সুবাদে হাফ ছেড়ে বাঁচে বার্সেলোনা। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করেই এগিয়ে যায় বার্সেলোনা। তরুণ তারকা পাবলো তোরের কর্নারের বল জালে জড়ান রোনাল্ড আরাউজো। এর মাধ্যমে দারুনবাবে ম্যাচে ফিরেছেন উরুর ইনজুরিতে পড়া উরুগুয়ের এই ডিফেন্ডার। ওই ইনজুরির কারণেই জাতীয় দলের হয়ে বিশ্বকপে অংশ নিতে পারেননি তিনি। এরপর সফরকারী বার্সার হয়ে গোলের সুযোগ পেয়েছিলেন ফেরান টোরেস ও ওসমানে ডেম্বেলে। তবে সফল হতে পারেননি। বিরতির পর ম্যাচের ৬৯তম মিনিটে কর্নারের বল জালে জড়িয়ে ম্যাচে সমতা আনেন সোলদেভিলা। তবে ৬৬ মিনিটে ডেম্বেলের চমৎকার একটি গোল আবারো এগিয়ে দেয় বার্সাকে। ৭৪ মিনিটে ইন্টারসিটিকে ফের সমতায় ফিরিয়ে আনে সোলদেভিলার দ্বিতীয় গোল। ম্যাচের ৭৭তম মিনিটে জর্ডি আলবার যোগান থেকে গোল করে কাতালানদের আরো একবার এগিয়ে দেন রাফিনহা। এতেও কাজ হয়নি। ৮৬ মিনিটে ওই গোলটিও পরিশোধের মাধ্যমে নিজের হ্যাটট্রিক পুর্ন করার পাশাপাশি ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যান সালদেভিলা। শেষ পর্যন্ত অতিরিক্তি সময়ে ১০৪ তম মিনিটে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন বদলী হিসেবে আসা ফাতি। ফলে ৪-৩ গোলের জয় নিয়ে হাফ ছেড়ে বাঁচে বার্সেলোনা। সেই সাথে পৌঁছে যায় লিগ কাপের শেষ ষোলয়। গত বুধবার অনুষ্ঠিত লিগ কাপের অন্য ম্যাচে সেভিয়া ৫-০ গোলে লাইনার্স ডিপোর্তিভো, মায়োর্কা ২-০ গোলে পন্টেভেদ্রা, রিয়াল সোসিয়েদাঁদ ১-০ গোলে ইউডি লগ্রনেস, অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে রিয়াল ওভিয়োদা এবং আলাভেস ১-০ গোলে রিয়াল ভায়াদোলিডের বিপক্ষে জয় নিয়ে শোষ ষোল নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com