এফএনএস স্পোর্টস: সামনে থেকে নেতৃত্ব দেওয়া আর গোটা দলকে আগলে রাখার গুণ রোহিত শার্মার মধ্যে খুব একটা দেখেন না শোয়েব আখতার। ভারতীয় অধিনায়ক চাপের মধ্যে ভেঙে পড়েন বলেও মনে করেন তিনি। পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলারের মতে, ব্যাটসম্যান হিসেবে ভিরাট কোহলির চেয়েও প্রতিভাবান রোহিত, কিন্তু নেতৃত্বের সহজাত সামর্থ্য তার নেই। ভারতের টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বে আছেন এখন রোহিত। আগামী বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলবে ভারত। আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকেও তাকে এখনও সরানো হয়নি। যদিও গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রোহিত, কোহলিদের আর দেখা যায়নি ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলতে। এই সংস্করণে দলকে নেতৃত্ব দিচ্ছেন আপাতত হার্দিক পান্ডিয়া। রোহিতের নেতৃত্ব নিয়ে টুকটাক কিছু প্রশ্ন নানা সময়েই উঠেছে। আইপিএলে তিনি সফলতম অধিনায়ক হলেও জাতীয় দলে এখনও পর্যন্ত সেই ছাপ রাখতে পারেননি শিরোপার লড়াইয়ে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে তারা উড়ে যায় ইংল্যান্ডের কাছে। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ফাইনালে উঠলেও হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। ভারতের ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারের সঙ্গে ‘ব্যাকস্টেজ উইথ বোরিয়া’ শো-তে সেই প্রশ্নগুলিই আরও উচ্চকিত করলেন শোয়েব। “একসময় একজন ছিল, গোটা দলের চাপ যে নিজের ওপর নিয়ে নিত, সে হলো ধোনি। একজন অধিনায়কই কেবল গোটা দলকে আড়াল করতে পারেন, আগলে রাখতে পারেন। রোহিত দারুণ এক ছেলে, কিন্তু অধিনায়কত্বে সে ভেঙে পড়ে, আতঙ্কিত হয়ে পড়ে। এসব হয়তো খুব রূঢ় শোনাচ্ছে। তবে আমার মনে হয় না তার অধিনায়কত্ব নেওয়া উচিত হয়েছে।” রোহিতের নেতৃত্বের সামর্থ্য নিয়ে যথেষ্টই প্রশ্ন আছে সাবেক এই গতিতারকার মনে। “এমনকি ভিরাট কোহলিও তার মতো এতটা প্রতিভাবান নয়। তার টাইমিং যেমন, যেসব শট সে খেলতে পারেৃ সে ধ্রæপদি এক ব্যাটসম্যান। কিন্তু নেতৃত্বের জন্য সে কি উপযুক্ত? বেশির ভাগ সময়ই এই প্রশ্ন জাগে আমার। কঠিন পরিস্থিতিতে কি সে ভালোভাবে সাড়া দিতে পারে? এই প্রশ্ন জাগে আমার। তার নিজের মনেও এই প্রশ্ন জাগা উচিত।” শিরোপা ধরা না দিলেও রোহিতর নেতৃত্বের রেকর্ড বেশ ভালো। তার অধিনায়কত্বে ৯ টেস্টে ৫টি জিতেছে ভারত, ২৭ ওয়ানডের জিতেছে ২০টিতেই। টি-টোয়েন্টি সংস্করণে তার নেতৃত্বে ৫১ ম্যাচের ৩৯টিতেই এসেছে জয়। এই সংস্করণে সাফল্যের হারে ধোনি, কোহলি কিংবা পান্ডিয়ার চেয়ে ঢের এগিয়ে অধিনায়ক রোহিত। রোহিতের নেতৃত্বে আস্থা না থাকলেও এবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি হতে পারেন বলেও মনে করেন শোয়েব। কারণও ব্যাখ্যা করলেন সর্বকালের সবচেয়ে গতিময় বোলারদের একজন সাবেক এই ফাস্ট বোলার। তবে তার মতে, নেতৃত্বের দুর্বলতার কারণে ১০ বছর ধরে কোনো আইসিসি ট্রফি জিততে পারছে না ভারত। “কোনো সংশয় নেই, বিশ্বকাপ জয়ের সামর্থ্য তার আছে। কারণ দেশের দর্শকের সমর্থন তার থাকবে। ভালো ও প্রতিভাবান দলও আছে তার। আমাকে ভুল প্রমাণিত করুক, সবাইকে ভুল প্রমাণ করুকৃ আমি নিশ্চিত সেই সামর্থ্য তার আছে।” “তবে আমার মনে হয়, ২০১৩ সালের পর থেকে ভারতীয় অধিনায়কেরা চাপের মধ্যে ভেঙে পড়েছে, এমনকি কোহলির সময়ও। কোহলি অতি আগ্রাসী হয়ে উঠত, রোহিত চাপে অস্থির হয়ে পড়ে।”