এফএনএস স্পোর্টস: ব্যাটিং ব্যর্থতায় দল বড় ব্যবধানে হারলেও বল হাতে নিজের কাজটা ঠিকঠাকই করেছেন মুজিব উর রহমান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার চমৎকার বোলিংয়ের ছাপ পড়েছে এই সংস্করণের র্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের এই স্পিনার। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলারদের মধ্যে তিন নম্বরে আছেন মুজিব। তার সেরা অবস্থান দ্বিতীয়, ২০২১ সালের জানুয়ারিতে উঠেছিলেন। হাম্বানতোতায় মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট নেন মুজিব। র্যাঙ্কিংয়ে এই অফ স্পিনারের উন্নতিতে ম্যাচে ২ উইকেট নিয়েও এক ধাপ পিছিয়ে এখন চারে রাশিদ খান। শীর্ষ দুই স্থানে আগের মতোই আছেন দুই অস্ট্রেলিয়ান পেসার জশ হেইজেলউড ও মিচেল স্টার্ক। স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ২০১ রানে গুটিয়ে দিয়ে জয়ের দারুণ এক সম্ভাবনা জাগায় আফগানিস্তান। কিন্তু রান তাড়ায় নেমে তাদের সেই আশা উবে যায় মুহূর্তেই। গতি ও সুইংয়ের অসাধারণ এক স্পেলে আফগানদের ব্যাটিং ৫৯ রানে গুঁড়িয়ে দেন হারিস রউফ। ১৪২ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন রউফ। এই পারফরম্যান্স তাকে জায়গা করে দিয়েছে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়েও। পাকিস্তানি পেসার ৭ ধাপ এগিয়ে এখন আছেন ৩৬ নম্বরে। তার আগের সেরা অবস্থান ছিল ৪২তম। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে এক ধাপ অগ্রগতি হয়েছে পাকিস্তান ওপেনার ইমাম-উল-হাকের। ওই ম্যাচে একমাত্র ফিফটি করে তৃতীয় স্থানে আছেন তিনি। তিন ধাপ এগিয়ে ৫৮ নম্বরে তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। এই সংস্করণের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি চ‚ড়ায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম, যিনি আফগানদের বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন। ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই এক নম্বরে সাকিব আল হাসান।