স্টাফ রিপোর্টার ঃ র্যাবের অবিযানে যশোর হতে ১২২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী হল যশোর জেলার কেশবপুর থানার বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশালা (মোড়লপাড়া গ্রামের নফর আলীর মোড়লের পুত্র শাহিনুর রহমান শাহিন (২৫)। র্যাব সূত্রে জানাগেছে গতকাল রাতে যশোর জেলার কেশবপুর থানাধীন হাসানপুর ইউনিযনে বগা গ্রামস্থ এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আসামীকে যশোর জেলার কেশবপুর থানায় হস্তান্তর পুর্বক মামলা রুজু করা হয়েছে। র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।