স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় র্যাবের ৬-এর অভিযানে ডাকাত দলের মুল হোতা কে আটক করা হয়েছে। আটক ঢাকার সর্দার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া বাসিন্দা মোঃ সালাউদ্দীন (৩২)। সদর থানার মামলা সূত্রে জানাগেছে, সদরের মো: আক্তারুল ইসলাম বাড়ী থেকে মটর সাইকেল যোগে কদমতলা বাজারে যাওয়ার পথে বাবুলিয়া বাজার পূর্ব পাশে পৌছালে ডিবি পুলিশ পরিচয়ে আসামীরা তার হাতে হাতকড়া পরিয়ে চোখ বেধে মৃত্যুর ভয় দেখিয়ে কাছে থাকা মটর সাইকেল, নগত টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে মটর সাইকেল ও মাইক্রোবাসে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিরিবিলি স্থানে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। এঘটনায় ভূক্তভোগী গত ৬ জানুয়ারী সদর থানায় মামলা দায়ের করে। ঐ মামলার সূত্র ধরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে গতকাল রাতে কলারোয়া থেকে ডাকাত দলের প্রধান মোঃ সালাউদ্দীন কে আটক করে। আসামীকে সাতক্ষীরা সিআইডি পুলিশের নিকট হস্তান্তর করেন। র্যাব-৬এর কোম্পানী কমান্ডার সিপিসি-১ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।