স্টাফ রিপোর্টার ঃ পাটকেল ঘাটায় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা কালে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে র্যাব ৬ সাতক্ষীরা। আটককৃতরা হলেন, মোঃ মোস্তফা বিশ্বাস (৪৬), সুজনশীল (২৯), শরীফুল ইসলাম (৪২), মোশারাফ হোসেন (৪০), মো: মাহবুবুর রহমান (২৯), র্যাব সূত্রে জানাগেছে, গত ১৮ ফেব্র“য়ারী পটকেলঘাটা বাইগুনি এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে পোশাক পরিধান করে কতিপয় ব্যক্তি সংগঠনের প্রস্তুতি গ্রহন করছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ঐ আসামীদের আটক করে। এ সময় তাদের ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ১টি মটর সাইকেল, খেলনা পিস্তল, পিস্তলের কভার, ১টি অকিটাক সেট, ডিবি পুলিশের কটি, ২টি হ্যান্ড ক্যাপ, ফিল্ড ক্যাপ সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। র্যাব-৬ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।