স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় র্যাবের অভিযানে একাধিক মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্ট ভূক্ত আসামী মো: বাবলু মোড়ল কে আটক করা হয়েছে। আটককৃত হল আশাশুনি থানার পুইজালা গ্রামের রজব আলী মোড়লের পুত্র মো: বাবলু মোড়ল ৩৫। র্যাব সূত্রে জানাগেছে গত ১৭ মার্চ বিকাল ৪টায় মাদারীপুর জেলার রাজ্যের থানাধীন ঢেকের হাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করিতেছিল এমন সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে র্যবের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আসামীকে সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।