স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় র্যাবের অভিযানে ১টি ওয়ান শুটার গান সহ ১জনকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়নের নাবপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র কামরুল হাসান (১৯)। র্যাব সূত্রে জানাগেছে, কলারোয়া থানাধীন হুলহুলিয়া গ্রামের ঈদগাহ বটতলা মোড় এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আসামীকে মামলা পূর্বক কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ কোম্পানি কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।