স্টাফ রিপোর্টার ঃ র্যাবের অভিযানে মাদক মামলার সাঁজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়েছে। আটক মোঃ হোসেন মোড়ল (৬৫) সদরের ভোমরা বন্দর এলাকার মৃত নজরুল মোড়লের পুত্র। র্যাব-৬ সূত্রে জানাগেছে, আসামী কুখ্যাত মাদককারবারী সে দীর্ঘ দিন সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ২০১০ সালে ডুমুরিয়া থানা পুলিশ বিপুল পরিমান মাদক সহ তাকে আটক পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা দায়ের করেন। মামলার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সাজা ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের করাদন্ড প্রদান করেন। কিন্তু আসামী হোসেন মোড়ল দীর্ঘ দিন পলাতক ছিলেন। গতকাল র্যাব-৬ সাতক্ষীরা একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরের ভোমরা এলাকা থেকে হোসেন মোড়ল কে আটক করে। র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।