স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা র্যাব-৬এর অভিযানে ধর্ষন মামলার সাজাপ্রাপ্ত আসামী মো: সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী হল কলারোয়া থানার তুলশীডাঙ্গা গ্রামের কাজী শহিদুল ইসলাম শহিদুলের পুত্র মো: সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুরজ্জামান। র্যাব সূত্রে জানাগেছে, গতকাল যশোর জেলার কোতয়ালী থানা অবস্থান করিতেছিল গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পেরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে গ্রেফতার কৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা র্যাব-৬ সিপিসি-১কোম্পানী কমান্ডার এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।