স্টাফ রিপোর্টার ঃ নাভারন র্যাবের অভিযানে ১০ পিচ স্বর্ণের বার সহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত হলেন বেনাপোলের এলাকায় নামাজ গ্রামের মৃত শের আলী মোড়লের পুত্র মনিরুজ্জামান। র্যাব সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির একটি দল নাভারন মোড় এলাকায় সাতক্ষীরাগামী একটি পরিবহনে অভিযান চালিয়ে ১০ পিচ স্বর্ণের বার সহ মনিরুজ্জামান কে আটক করে। যার বাজার মূল্য ১ কোটি ১ লাখ টাকা। আটককৃত আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল সৈয়দ শাহেদ মিনহাজ সিদ্দিকী এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।