স্টাফ রিপোর্টার ঃ র্যাব-৬ এর পৃথক অভিযানে ৭৬০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক কৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কৌশিক ঘোষ শান্ত অপর জন যশোর ঝিকরগাছা থানার মোঃ আনসার আলী কারিগরের পুত্র মোঃ হাবিবুর রহমান। র্যাব সূত্রে জানাগেছে, গত ২০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বেনাপোল পোর্ট থানা পুটখালী মহিশা ডাংগা এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় তথ্য জানতে পেরে অভিযান চালায়। এসময় ৫০০ শত পিচ ইয়াবা সহ শান্তকে আটক করে। অপর দিকে একই দিনে র্যাবের অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া কেরালকেতা কাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে ২৬০ পিচ ইয়াবা সহ আটক করে। র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।