সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

এফএনএস: লক্ষ্মীপুরে পৃথক দুই স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পৃথক এ দুই দুর্ঘটনায় আহত হয়েছেন নয়জন। জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিয়াস (১৭) নামে মোটরসাইকেলের আরোহী এক কিশোরের মৃত্যু হয় এবং আহত হন পাঁচজন। এর মধ্যে আহত সিফাতসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত পিয়াস উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. মনজুর ছেলে। আহত অন্যরা হলেন— সাব্বির হোসেন, জাহেদ হোসেনসহ পাঁচজন। তারা উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, অটোরিকশা মির্জাপুর এলাকা থেকে কালিবাজার দিকে আসছিল। মোটরসাইকেল যোগে পিয়াস বাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পেঁৗছলে মোটরসাইকেল—অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতাবস্থায় পিয়াসসহ ছয়জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে পিয়াসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত সিফাত নামে একজনসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, এদিন বিকেলে জেলা সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় লক্ষ্মীপুর—রামগতি সড়কে অটোরিকশা—মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন (২৩) নামে এক যুবক নিহত হন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com