কপিলমুনি প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলার লতায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় বি,জি,পি শামুকপোতা সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২, পরিচালনা কমিটির সভাপতি কাজল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মুনকিয়া অমর কানন সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কাঠামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। অপরদিকে শামুকপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে হানি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। উক্ত চার দলীয় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউআরসি ইনস্ট্রাক্টর ইমান উদ্দীন, সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, লক্ষন মন্ডল, অজয় রায়, কালিদাস রায়, নাজিরা আক্তার, প্রসেনজিত সরকার, পরিমল বৈদ্য, গোপাল বিশ্বাস, ইউপি সদস্য আজিজুল বিশ্বাস, পুলকেশ রায়, কুমারেশ মন্ডল, শওকত হাওলাদার, বিনতা বিশ্বাস, মহিলা আওয়ামীলীগ নেত্রী কাকলী বিশ্বাস, রাধীকা গোলদার, আওয়ামীলীগ নেতা মোতালেব সানা, হাসান সরদার, আজিজ সরদার, প্রাণকৃষ্ণ মন্ডল, যুবনেতা হীরামন মন্ডল, রিপন সানা, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, ছাত্রনেতা অমৃত সরদার ও সুকান্ত সানাসহ লতা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।