রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

লন্ডন পাঠানো হচ্ছে আফ্রিদিকে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২

এফএনএস স্পোর্টস: ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের প্রধান পেসার শাহিন শাহ আফ্রিদি। তবু তাকে দলের সঙ্গে রেখেই এতদিন পুনর্বাসন প্রক্রিয়া চলছিল। কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বড় মঞ্চে শতভাগ ফিট আফ্রিদিকে পেতে পরিকল্পনায় বদল আনল পিসিবি। পুনর্বাসনের জন্য আফ্রিদিকে এখন দুবাই থেকে পাঠানো হচ্ছে লন্ডনে। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিংয়ের সময় হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে পড়েন আফ্রিদি। এরপর থেকেই তিনি মাঠের বাইরে আছেন। মিস করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ এবং এশিয়া কাপ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও তিনি মিস করবেন বলে মনে করা হচ্ছে। এসবই করা হচ্ছে বিশ্বকাপে দুর্দান্ত সেই আফ্রিদিকে ফিরে পেতে। পিসিবির প্রধান চিকিৎসক নাজিবউল­াহ সুমারু এক বিবৃতিতে বলেছেন, ‘একজন বিশেষজ্ঞের সার্বক্ষণিক তত্ত¡াবধানে রাখতেই শাহিন শাহ আফ্রিদিকে লন্ডনে পাঠানো হচ্ছে। সেখানে চিকিৎসা ও পুনর্বাসনের সেরা সব সুযোগ-সুবিধা আছে। আফ্রিদির সেরা পুনবার্সনের স্বার্থেই আমরা তাকে সেখানে পাঠাচ্ছি। আমাদের মেডিক্যাল বিভাগ নিয়মিত যোগাযোগ রাখবে এবং আমরা আশাবাদী যে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সে পুরো ফিটনেস ফিরে পাবে। ’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com