এফএনএস স্পোর্টস: বিশ^ ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে এবছর স্প্যানিশ ফুটবলের জয়জয়কার। স্পেনের রাজধানী মাদ্রিদে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। আর বর্ষসেরা দলের সম্মাননা পেয়েছে তারই চিরপ্রতিদ্ব›দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ।
মাত্র ১৭ বছর বয়সেই ফুটবল বিশে^ নিজের প্রতিভার উজ্জ্বল ছাপ রেখে ইয়ামাল জিতে নিয়েছেন এই সম্মানজনক পুরস্কার। তার প্রতিদ্ব›দ্বী ছিলেন অ্যাথলেটিকসের জুলিয়েন আলফ্রেড ও লেসলি টেবোগো, সাঁতারু সামার ম্যাকিনটশ এবং এনবিএ তারকা ভিক্টর ওয়েম্বানিয়ামা। তবে প্রতিভা ও পারফরম্যান্সে সবাইকে ছাপিয়ে যান ইয়ামাল। ২০২৪ সালে ক্লাবের হয়ে ৪৬ ম্যাচে ১৪ গোল ও ২১ অ্যাসিস্ট এবং জাতীয় দলের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে এক গোল ও এক অ্যাসিস্টে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
এমন সাফল্য খুব অপ্রত্যাশিত নয়। কারণ ইয়ামাল এর আগেও অনূর্ধ্ব-২১ বয়সীদের জন্য বরাদ্দ দুটি সর্বোচ্চ স্বীকৃতিÑ‘গোল্ডেন বয়’ এবং ‘কোপা ট্রফি’ জিতে কনিষ্ঠতম হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন।
তবে পুরস্কার গ্রহণের জন্য লরিয়াসের মঞ্চে হাজির হতে পারেননি ইয়ামাল। কারণ, তার ক্লাব বার্সেলোনা ঠিক পরের দিনই ঘরের মাঠে লা লিগায় মায়োর্কার মুখোমুখি হয়, যার জন্য অনুশীলনে ব্যস্ত ছিলেন এই প্রতিভাবান তরুণ।
অন্যদিকে, দলের সম্মিলিত সাফল্যে শীর্ষে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ২০২৪ সালে ক্লাবটি জয় করেছে স্প্যানিশ লা লিগার রেকর্ড ৩৬তম শিরোপা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫তম শিরোপা। এর সঙ্গে যুক্ত হয়েছে উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপের মতো আন্তর্জাতিক ট্রফিও। এ অসামান্য অর্জনের ফলে বর্ষসেরা ক্লাবের মুকুট উঠেছে কার্লো আনচেলত্তির শিষ্যদের মাথায়।
লরিয়াস অ্যাওয়ার্ডে এবার মোট সাতটি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। নির্বাচনে অংশ নিয়েছেন বিশে^র ৭০টিরও বেশি দেশের ক্রীড়া সাংবাদিক ও লরিয়াস স্পোর্টস অ্যাকাডেমির সদস্যরা। অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন সুইডেনের পোল ভল্টার মন্ডো ডুপ্ল্যান্টিস (বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ), মার্কিন জিমন্যাস্ট সিমোনা বাইলস (বর্ষসেরা নারী ক্রীড়াবিদ), স্পোর্টিং আইকন রাফায়েল নাদাল এবং আজীবন সম্মাননায় ভ‚ষিত মার্কিন সার্ফার কেলি ¯ø্যাটার।
এই আয়োজনে স্পেনের আধিপত্য এবং তরুণ তারকাদের উত্থান বিশ^ ক্রীড়াজগতে নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে, যেখানে অভিজ্ঞতার পাশাপাশি কিশোর বয়সের প্রতিভাও সমান গুরুত্ব পাচ্ছে।