শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১০

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আগুন ছড়িয়ে পড়ায় একের পর এক পুড়ছে নতুন নতুন এলাকা। এরইমধ্যে দাবানলের কারণে সতর্কতা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে দাবানলে কমপক্ষে দশজন নিহত হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেডিকেল পরীক্ষক বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, দমকা বাতাস আগুনকে আরও তীব্র করে তুলতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়াবিদরা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় পেঁৗছানো নিরাপদ ছিল না। ফলে মৃতের সংখ্যা “একেবারে বদলে যাবে”। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টির সীমান্তে সংঘটিত সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অগ্নিসংযোগ তদন্তকারীরা ৫ হাজার ৩০০টির বেশি অবকাঠামো ধ্বংসকারী প্যালিসেডসে আরেকটি অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি খতিয়ে দেখছেন। এরই মধ্যে ইটনের আগুনে চার থেকে পাঁচ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া পরিত্যক্ত বাড়ি লুট করার অভিযোগে পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করার পর কিছু এলাকায় কারফিউ জারির পরিকল্পনা করা হচ্ছে। আগুন নেভানোর কাজে নিয়োজিত কর্মীরা জানিয়েছেন, তাদের পানির তীব্র সংকট রয়েছে এবং তারা আগুনের কাছে হেরে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com