স্টাফ রিপোর্টার \ লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ, অসহায় ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের প্রাণনাথ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ্ পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। তিনি ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধনকালে বলেন, লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ প্রাণনাথ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তিনি সাতক্ষীরাবাসীর কথা সব সময় ভাবেন। দেশের বাহিরে থাকলেও পবিত্র রমজান মাসে দুস্থ, অসহায় ও রোজাদার ব্যক্তিদের ইফতার সামগ্রীর ব্যবস্থা করেছেন।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্যুটিং ক্লাবের সাধাঃ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ রবিউল ইসলাম প্রমুখ। এছাড়া লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।