প্রতিনিধি মিলটনঃ জাতীয় পার্টির প্রার্থী মো: মশিউর রহামান বাবু জয়লাভ করায় গোবরদাড়ী জাপার কর্মীদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার সদর উপজেলার উপজেলা নির্বাচনে মশিউর রহমান বাবু জয়লাভ করায় গতকাল রাতে গোবরদাড়ী বাজারের জাতীয় প্রথম চাপা পাটির অফিস হতে আনন্দ মিছিল শুরু করে হাইস্কুল মাঠ পর্যন্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়নের জাপার সভাপতি মোঃ হুমায়ুন কবির। মোঃ ওসেল উদ্দিন সরদার, মোঃ শাহিন কবিরা, মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল জলিল, মোঃ মহসিন হোসেন, মোঃ লাভলু, মোঃ আজাহার হোসেন, আব্দুল খালেক, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আতিকুর রহমান, সাইদুল ইসলাম, শরীফ হোসেন, আবুল মোড়ল, মকবুল মোড়ল, প্রমূখ উপস্থিত ছিলেন।