স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় লাঙ্গল প্রতীকের প্রার্থী আশুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে গতকাল বিকালে সদরের লাবসা তালতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: আবেদার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম, সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো: আশরাফুজ্জামান আশু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব আছাদুজ্জামান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আ’লীগের নেত্রী লায়লা পারভীন সেজুতি, সিমন সামর্স, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, শ্রমিক নেতা আব্দুস সরদার, শেখ রবিউল ইসলাম রবি সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তব্য বলেন ৭ জানুয়ারি নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ ভাবে লাঙ্গল প্রতীকে ভোট দিতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাবসা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবু সুফিয়ান স্বজল।