মীর আবু বকর \ সাতক্ষীরার শহর তলীর লাবসা ইউনিয়নের খেজুর ডাঙ্গা গ্রামের প্রাক্তন চেয়ারম্যান মৃত আবুল কাসেম ও মাতা মৃত বকুল জাহান বিবির, কোল আলো করে জন্মেছিলেন জনদরদি সফল সংগঠক মো: আব্দুল আলীম। তিনি ছিলেন প্রান্তীক পর্যায়ের নেতা, ছাত্রজীবন থেকেই জনগনের সাথে সংশ্লিষ্টতা। হাসি খুশি, অমায়িক, সামাজিক, কাজ পাগল, সৃষ্টিশীল, মানুষটি সদা সর্বদা জনসাধারনের ইচ্ছায় নিজেকে বিলিয়ে দিয়ে চলেছে। পিতা ছিলেন চেয়ারম্যান, জন্ম হতেই দেখছেন জনসেবা, জনগনের কল্যানে কাজ করা, আর তাই রক্ত, অস্থি, মর্জা, ধমনী, মনন, সেবা আর মানসিকতায় নিজের জন্য নয় অপরের জন্য জনসাধারনের জন্যই জীবন, স্বপ্ন, ধ্যান ধারনা জনকল্যান, আর তাই জনগন তাকে বারবার তাদের আর্শীবাদের বরপুত্র বসিয়েছে, একাধারে সাত বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেই ৮৮ সালের কথা টগবগে, উচ্ছল, উচ্ছ¡াস আর তারন্যের আলোয় আলোকিত মানব প্রথম লাবসা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন, সেই যে পথ চলা, ক্লান্তহীন, অবিরাম, মানুষের ভালবাসায় সিক্ত সেই তারুন্য যুবকের প্রতিমুখটি। বর্তমান পঞ্চাশ উর্ধ বয়স, কিন্তু কর্মে তৎপরতায়, সেবায় তিনি রয়ে গেছেন চির সবুজ, ইউনিয়ন পরিষদের গন্ডিতেই তিনি কেবল সীমাবদ্ধ নন। সমাজসংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান নির্মান, ক্লাব সমিতির প্রতিষ্ঠাতাকে অনন্য অসাধারন করেছে। নিজ সাংগঠনিক দক্ষতা, তৎপরতা, সংগঠনের প্রতি বিশ্বস্থতা সফল সংগঠকে পরিনত করেছেন, আর তাই রাজনীতিতে একের পর উত্থান ঘটেছে। তিনি বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব। ২০১৩-২০১৬ সাল পর্যন্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজনীতির প্রান্তীক পর্যায় হতে বর্তমানের অবস্থান তার সফল সংগঠকের ক্ষেত্র বিনির্মান করেছে। বার বার বিপুল ভোটে নির্বাচিত সফল চেয়ারম্যান মো: আব্দুল আলীম জানান ১৯৭৮-৮১ সালে গ্রাম সরকার ছিলেন। ৮১-৮৩ সাল গ্রাম সরকারদের ভোটে ইউনিয়ন প্রধান নির্বাচিত হন। লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দলকে রুট লেবেল পর্যায়ে সংগঠিত করেন, সদর উপজেলার সহসভাপতি এবং সভাপতি হিসেবে সফলতার স্বাক্ষর রাখেন, একে একে জেলা বিএনপির সহ-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি সিনিযর যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। উন্নয়নকামী শান্তীকামি হিসেবে বিশেষ সুখ্যাতি অর্জনকারী চেয়ারম্যান মো: আব্দুল আলীম সমাজ সংস্কারেও অনবদ্য ভুমিকা রেখে চলেছেন। লাবসা ইউনিয়ন সদর উপজেলা সহ জেলার জলাবদ্ধতা নিরসনে তিনি নিরলস ভাবে কাজ করে চলেছেন। তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি একই সাথে বিনেরপোতা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি। আব্দুর রহমান কলেজ প্রতিষ্ঠায় তিনি ছিলেন অন্যতম। ক্রীড়ার অবরাতি ক্ষেত্র হিসেবে পরিচিত গণমুখী ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করছেন ক্রীড়া সংগঠক চেয়ারম্যান মো: আব্দুল আলীম, সাতক্ষীরা রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য। সাতক্ষীরা শহর সংলগ্ন ১৩নং লাবসা ইউনিয়নের সফল এবং বারবার বিপুল ভোটে নির্বাচিত মানুষটি ইউনিয়নের উন্নয়নে, সালিশ, বিচারের সময় গুলোতে বিশেষ কোন দল ব্যক্তি বা মহলের পক্ষে থাকেন না। তিনি স্পষ্ট ভাষায় দৃষ্টিপাতকে জানালেন তিনি সকলের চেয়ারম্যান এলাকাবাসি তাই অতি আবেগে, সম্মানে, শ্রদ্ধায় নির্ভরতায় বলে থাকেন আমাদের চেয়ারম্যান।