এফএনএস স্পোর্টস: দল পেয়েছে আরেকটি জয়। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান হয়েছে সুসংহত। তবে লিগ ওয়ানে অলিম্পিক লিওঁর বিপক্ষে কষ্টার্জিত জয়ে সন্তুষ্ট নন ভিতিনিয়া। গোলের অসংখ্য সুযোগ নষ্ট হওয়ায় হতাশ পর্তুগিজ এই মিডফিল্ডার। লিগে গত রোববারের ম্যাচে লিওঁকে ১-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচের পঞ্চম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লিওনেল মেসি। চলতি আসরে সাবেক বার্সেলোনা তারকার এটি চতুর্থ গোল। পুরো ম্যাচেই প্রতিপক্ষকে চাপে রেখে গোলের কয়েকটি সুযোগ তৈরি করলেও আক্রমণের তারকাদের ব্যর্থতায় আর গোলের দেখা পায়নি পিএসজি। লিওঁর গোলরক্ষক এন্থনি লোপেস একাধিকবার হতাশ করেন মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপেকে। প্রতিপক্ষের মাঠে ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে পিএসজি গোলের জন্য শট নেয় ১৫টি, এর আটটি ছিল লক্ষ্যে। লিওঁর ১২ শটের কেবল তিনটি ছিল লক্ষ্যে। ম্যাচ শেষে গোলের সুযোগগুলো কাজে না লাগাতে পারার হতাশা ফুটে উঠল ভিতিনিয়ার কণ্ঠে। “ফলাফল নিয়ে আমি সন্তুষ্ট, তবে পারফরম্যান্স নিয়ে নয়। আরও ভালো খেলতে পারতাম আমরা। উন্নতির অনেক জায়গা আছে আমাদের।” “দ্বিতীয়ার্ধে আমাদের ম্যাচটি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা উচিত ছিল এবং আমাদের যে পজেশন ছিল তাতে আরও সুযোগ তৈরি করা উচিত ছিল।” লিওঁর বিপক্ষে জয়সহ সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচের নয়টিতে জয় পেল ক্রিস্তফ গালতিয়ের দল। অন্য ম্যাচটি ড্র। লিগে ৮ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট পিএসজির। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে মার্সেই।