সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করায় ৩ বখাটের কারাদণ্ড কলারোয়ায় সার্চ কমিটি বাতিলের দাবিতে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ দেবহাটা ছাত্রদলের আহবায়ক ফহরাদকে অব্যাহতি কালিগঞ্জে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে এক সন্তানের জননীর মৃত্যু ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ শিক্ষক কালিপদ রায় সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে ইসরায়েলে ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ড পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং ভারতের সেনা—বিমানবাহিনীর তথ্য পাকিস্তানে পাচার, গ্রেফতার ২

লিটনকে অধিনায়ক বানিয়ে নতুন টি—টোয়েন্টি দল ঘোষণা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

এফএনএস : চলতি মে মাসের শেষ দিকে ও আগামী জুনের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি—টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলবে টাইগাররা। আসন্ন এই দুই সিরিজের জন্য গতকাল রোববার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। শেরে বাংলায় এক সংবাদ সম্মেলনে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়। এ দুই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। অর্থাৎ নাজমুল হোসেন শান্ত টি—টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন লিটন। তার সহকারী ঘোষণা করা হয়েছে শেখ মেহেদীকে। লিটন অবশ্য আগেও বাংলাদেশের টি—টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে সেটি বেশি নয়, মাত্র ৪ ম্যাচে। চোটের কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি শান্ত। নিয়মিত অধিনায়কের অনিুস্থিতিতে টাইগারদের নেতৃত্ব দেন লিটন। ওই সফরে লিটনের নেতৃত্বে সিরিজ জেতে বাংলাদেশ। উইকেরক্ষক ব্যাটারের সেই সফলতার ওপর ভিত্তি করে তাকে আগামী ২০২৬ টি—টোয়েন্টি বিশ^কাপ পর্যন্ত অধিনায়ক করা হয়েছে। নিয়মিত অধিনায়ক হিসেবে লিটনের প্রথম পরীক্ষা আরব আমিরাত সিরিজ। ওপরে এই সিরিজের সূচি উল্লেখ করা হয়েছে। আর ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় এই দুই সিরিজে নেই দলের নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদ। পাকিস্তান সিরিজ শুরু হবে আগামী ২৫ মে ফয়সালাবাদে। ২৭ মে একই ভেন্যুতে হবে দ্বিতীয় টি—টোয়েন্টি। বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে যথাক্রমে ৩০ মে এবং ১ ও ৩ জুন। বাংলাদেশের স্কোয়াড— লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ—অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com