মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ অ—১৫ জাতীয় ফুটবল লীগ—২০২৫ (বালক) এ অংশগ্রহনে সাতক্ষীরা জেলা দল গঠনের জন্য প্রাথমিক বাছাই নলতায় আলোর দিশা ফাউন্ডেশনে প্রশিক্ষণ কর্মশালা আশাশুনির ৩৭ গীর্জায় চাউল প্রদান কয়রায় পানির ট্যাংকির ভিট নির্মাণে ব্যাপক অনিয়ম অফিসের কর্মচারি জড়িত থাকার অভিযোগ সাগরদাঁড়ি সপ্তাহব্যাপী মধুমেলার মাঠ ৩৮ লাখ টাকায় বিক্রি কালিগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর দুই দিনব্যাপী প্রশিক্ষন সমাপ্ত খুলনায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে ছাত্র শিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

লিটনের প্রশংসায় পঞ্চমুখ সুজন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: প্রথমবার আনুষ্ঠানিকভাবে জাতীয় ওয়ানডে দলের নেতৃত্বভার পেয়েছেন লিটন কুমার দাস। প্রথম সুযোগেই তিনি ছক্কা হাঁকালেন! মানে ভারতের মতো দলের বিপক্ষে সিরিজ জয়। তামিম ইকবাল চোট পাওয়ায় সিরিজ শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে তাকে অধিনায়ক করা হয়। কোনো প্রস্তুতি ছাড়াই মাঠে যে আগ্রাসী নেতৃত্ব দেখিয়েছেন লিটন, তা প্রশংসার যোগ্য। সেইসঙ্গে মাঠে তার নিয়ন্ত্রণ, কর্তৃত্ব, বোলিং পরিবর্তন ছিল চোখে পড়ার মতো। খালেদ মাহমুদ সুজনও তার প্রশংসায় পঞ্চমুখ। ভারত সিরিজে ‘ছুটি’তে থাকা টিম ডিরেক্টের খালেদ মাহমুদ সুজন গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের কাছে লিটনের নেতৃত্বের মূল্যায়ন করেন এভাবে, ‘আই অ্যাম ভেরি মাচ ফন্ড অব লিটন দাস। আমি মনে করি, সে খুবই সেন্সিবল একজন ক্রিকেটার। নলেজেবল একটা ছেলে। সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। যেভাকে সে অধিনায়কত্ব করেছে, সাহসের পরিচয় দিয়েছে এবং আগ্রাসী অধিনায়কত্ব করেছে, তা দারুণ। আমি সবসময় আগ্রাসী অধিনায়কদের পছন্দ করি, যারা পরিস্থিতি বিশ্লেষণ করে এভাবে অধিনায়কত্ব করে। আমি একশতে একশ বলব লিটনের নেতৃত্ব। ‘ভারতের বিপক্ষে ঘরের মাঠে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয় নিয়ে সুজন বলেন, ‘এক কথায় দারুণ। এই সংস্করণে যে আমরা শক্তিশালী বা জিততে জানি, কিংবা ভারতের বিপক্ষে আগের সিরিজটাও ঘরের মাঠে আমরা জিতেছিলাম ২০১৫ সালে। ওই সুখস্মৃতি তো ছিলই। তবে দুটি ম্যাচেই আমরা যেভাবে জিতলাম, এতে আমাদের ‘ক্যারেকটার’ ফুটে ওঠে। মিরাজ, মাহমুদউল­াহ, কালকে মুস্তাফিজ ছিল অসাধারণ। প্রথম ম্যাচে শেষ জুটিতে পঞ্চাশের বেশি করে জয়ৃ। ‘সুজন আরও বলেন, ‘কালকে ৬ উইকেট পড়ে যাওয়ার পর আমরা কেউ আশা করিনি বা বাংলাদেশের কেউ হয়তো আশা করেনি যে এত রান করতে পারব। ভেবেছিলাম ২২০-২৩০ করতে পারলেও অনেক ভালো হবে। সেখান থেকে ২৭১ করতে পারা আমাদের দারুণ চরিত্রই ফুটিয়ে তোলে। মিরাজ অনেক পরিণত হয়েছে। আমরা সবসময় মিরাজকে বোলিং অলরাউন্ডার চিন্তা করি, এখন ওকে ব্যাটিং অলরাউন্ডার ভাবতে হবে সত্যি কথা বলতে। ‘

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com