এফএনএস স্পোর্টস: কানাডার গেøাবাল টি-টোয়েন্টি লিগের ফাইনালে উঠেছে লিটন দাসের দল সারে জাগুয়ার্স। গতরাতে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সারে ৩৮ রানে হারিয়েছে ভ্যানকুয়েভার নাইটসকে। ম্যাচে ১৬ রান করেন লিটন। ব্রাম্পটনে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে সারে জাগুয়ার্স। টপ অর্ডারদের ব্যর্থতায় প্রথম ১০ ওভারে ৬৩ রানে ৪ উইকেট হারায় সারে। ১টি করে চার-ছক্কায় ইনিংস শুরু করে বেশি দূর যেতে পারেননি তিন নম্বরে নামা লিটন। একবার জীবন পেয়ে ১৯ বলে ১৬ রান করেন তিনি। মিডল অর্ডারে অধিনায়ক পাকিস্তানের ইফতেখার আহমেদের ২৮ বলে ৩৬ এবং ওমানের আয়ান খানের ২০ বলে ২৯ রানের সুবাদে লড়াই করার মত সংগ্রহ পায় সারে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান করে সারে। ভ্যানকুয়েভারের সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিক ২২ রানে ৪ উইকেট নেন। জবাবে সারের বোলিং নৈপুন্যে ইনিংসের শুরু থেকেই চাপে ভ্যানকুয়েভার শেষ পর্যন্ত ২০ বল বাকী থাকতে ১০১ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন ওয়েস্ট ইন্ডিজের ফ্যাবিয়ান অ্যালেন। ১৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সারের ওয়েস্ট ইন্ডিয়ান পেসার ম্যাথু ফর্ড। আজ রোববার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।