স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের লিফট থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়েদ আলীর মরদেহ উদ্ধারের প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিক আম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের লিফট নষ্ট থাকার পৃথক কারন উদঘাটন করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে। লিফট তদারকি দায়িত্বে নিয়োজিতদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসময় বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর।