এফএনএস বিদেশ: বিক্ষোভকারীরা লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তোব্র“কের পার্লামেন্টে হামলা চালিয়েছে। তারা ভবনের কিছু অংশে আগুন দিয়েছে বলেও জানা গেছে। অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা যায়, বাইরে বিক্ষোভকারীদের জ¦ালানো টায়ারের ঘন ধোঁয়া উঠছে। ক্রমাগত বিদ্যুৎঘাটতি, মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে লিবিয়ার অন্যান্য শহরে সমাবেশ হয়েছে। রাজধানী ত্রিপোলিতে অন্য একটি পক্ষ প্রশাসনের নিয়ন্ত্রণ করছে। সেখানেও বিক্ষোভকারীরা নির্বাচনের আহŸান জানায়। তাদের দাবির সমর্থনে অন্তর্বর্তীকালীন ঐক্য সরকারের প্রধান আবদুল হামিদ দিবাইবা বলেছেন, দেশের সব প্রতিষ্ঠানে পরিবর্তন আনা দরকার। জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনার একদিন পরই এই অস্থিরতার ঘটনা ঘটে। নির্বাচনের পথ প্রশস্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত ওই আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। ২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লিবিয়া বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। তেলসমৃদ্ধ দেশটিতে একসময় আফ্রিকার মধ্যে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ জীবনযাত্রার সর্বোচ্চ মান ছিল। রাজনৈতিক স্থিতিশীলতা লিবিয়াকে সমৃদ্ধির দিকে পরিচালিত করেছিল। গাদ্দাফির উৎখাতের পর সেই স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে এবং তখন থেকে প্রতিদ্ব›দ্বী বাহিনীগুলোর মধ্যে ঘন ঘন লড়াই চলছে। সূত্র : বিবিসি।