সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে লেকভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগে ২য় খেলা তুফান স্পোর্টিং ক্লাব বনাম গফফার স্মৃতি সংসদ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় তুফান স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভাওে ৮টি উইকেট হারিয়ে ২৫৫ রান করে। দলের সাদ্দাম হোসেন ৫২ এবং মুরাদ ৩৩ রান করে। প্রতিপক্ষের মিলন ৩টি উইকেট লাভ করে। জবাবে গফফার স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৯ রান করে। দলের আব্দুল মিরাজ ৪৬ রান করে। প্রতিপক্ষের মেহেদী ৪টি উইকেট লাভ করে। ফলে তুফান স্পোর্টিং ক্লাব ৪৬ রানে জয়লাভ করে। আগামী ১০ ফেব্র“য়ারী একই স্থানে লাবসা পলী মঙ্গল সমিতি বনাম গফফার স্মৃতি সংসদ এর মধ্যে এবং সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে মুন্সিপাড়া যুব সংঘ বনাম রসুলপুর ক্রীড়া সংস্থা এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি