কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জের ল্যাবরেটরী স্কুলে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল-ড্র, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় স্কুলের সভাকক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ম্যানেজিং কমিটির সদস্য সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মাহবুবর রহমান, শেখ সাইফুল বারী সফু, আলহাজ্ব আবুল খায়ের, শেখ হুসাইন আহমেদ গোলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, সমাজসেবা কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সহকারী শিক্ষক দুলাল চন্দ্র বাছাড়, কনিকা সরকার, তাজুল ইসলাম।