এফএনএস আন্তার্জতিক ডেস্ক: রাশিয়ার ‘সেনা অভিযানে’ সক্রিয় থাকা সাড়ে তিন হাজার সেনা নিহত হয়েছেন বলে দাবি করছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী। এ ছাড়া আরও ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে দাবি তাদের। ইউক্রেন-রাশিয়ার লড়াইয়ে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে তুলে ধরা এক বিবৃতিতে এ দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী আরও দাবি করছে, রাশিয়ার ১৪টি বিমান, আটটি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক ধ্বংস করা হয়েছে। তবে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এমন দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার পক্ষ থেকেও এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য স্বীকার করা হয়নি। এদিকে, ইউক্রেনে সকাল যত ঘনিয়ে আসছে, দেশটির রাজধানী কিয়েভে তীব্রতর হচ্ছে লড়াই। খবর বিবিসির। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, কিয়েভের ভাসিলকিভ এলাকায় ‘প্রচন্ড লড়াই চলছে।’ ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছেÑইউক্রেনের রাজধানীর রাস্তায় রাস্তায় এখন ‘লড়াই’ চলছে। এর আগে কিয়েভ সরকারও এক বিবৃতিতে যুদ্ধের খবর নিশ্চিত করেছে। সরকার কিয়েভের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে এবং জানালা বা বারান্দার কাছে না যেতে সতর্ক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভ-ভিত্তিক সাংবাদিকদের দেওয়া তথ্য বলছেÑশহরের রাস্তায় রাস্তায় যুদ্ধ শুরু হয়েছে। অনেকেই শহরের কেন্দ্রস্থলের খুব কাছে বিস্ফোরণের বিকট শব্দ ও গুলির আওয়াজ শুনেছেন বলে জানিয়েছেন। এদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী আরও বলেছেÑতাদের সৈন্যরা এরইমধ্যে বেশ কয়েকটি রুশ ‘শত্র“ লক্ষ্যবস্তু’ গুলি করে ধ্বংস করেছে এবং রুশ সৈন্যদের ইউক্রেনের কোনো শহর দখল করতে দেয়নি।