শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

শত্র“রা পূর্বেও ছিল, এখনো আছে ভবিষ্যতেও থাকবে -রুহুল হক এমপি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

এম এম নুর আলম/ ইয়াছিন আরাফাত \ আশাশুনি উপজেলার বুধহাটায় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, যিনি মসজিদ, মন্দির, স্কুল-কলেজ-মাদ্রাসার উন্নয়ন করেন, সাধারণ অসহায় মানুষের কল্যাণে কাজ করেন তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ব্রীজ নির্মান, শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং, সড়ক নির্মান, অসহায় মানুষের সহায়তার ব্যবস্থা, গৃহহীন ও ভ‚মিহীনদের ঘর ও জমির ব্যবস্থা তিনিই করেছেন। দেশের চিত্র আজ পাল্টে গেছে, চারিদিকে কেবল উন্নয়ন আর উন্নয়নের ছবি, মানুষকে এখন কোন কিছুর জন্য অপেক্ষা করতে হয়না। সবকিছু সহজ করে দেওয়া হয়েছে। যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগি সংগঠনকে আওয়ামীলীগের সাথে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। তিনি সকল নেতাকর্মীদেরকে সতর্ক করে দিয়ে বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধীতা কেবল নয় বরং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি কাজ করেছিল, তারা এবং তাদের দোসররা এখনও অপচেষ্টায় লিপ্ত আছে। ধর্মকে ব্যবহার করে একদল মানুষ বিদেশীদের সামনে দেশের ভিন্নচিত্র তুলে ধরছে। শত্র“রা পূর্বেও ছিল, এখনো আছে ভবিষ্যতেও থাকবে। আমাদেরকে একত্রিত ভাবে কাজ করে তাদেরকে প্রতিহত করতে হবে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য অভাবনীয় ও অকল্পনীয় কাজ হয়েছে। তারপরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। ষড়যন্ত্রকারীরা দেশের শত্র“, সন্ত্রাস-নাশকতাকারীদের প্রতিহত করে দেশকে সন্ত্রাসমুক্ত দেশ হিসাবে গড়তে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সকল ক্ষেত্রে আমপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদের লেখনীর মাধ্যমে সরকারের সমালোচনা থাকতে পারে, কিন্তু সাথে সাথে সরকারের উন্নয়নের কথা ও ভাল কাজগুলো যথাযথ ভাবে তুলে ধরুন। আমরা ত্র“টি থাকলে, পরিকল্পনা ঘাটতি থাকলে তা শুধরাতে প্রস্তুত আছি। তিনি ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলুর বিভিন্ন প্রস্তাবের কথা উলে­খ করে বলেন, বুধহাটা বাজারের উন্নয়ন বাজারের জলাবদ্ধতাসহ সকল স্থানের জলাবদ্ধতা ও পয়ঃ নিস্কাশনে প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসনের সাথে কথা বলবো। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চত্বরে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, শেখ মিরাজ আলী, এসএম ওমর সাকি পলাশ, প্রভাষক দিপংকর বাছাড় দীপু, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, আব্দুল আলিম মোল্যা, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এটিএম আক্তারুজ্জামান, সম্পাদক মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা জলিল ঢালী, নুরুজ্জামান জুলু এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলী সভাপতি, সেক্রেটারী ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com