মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

শর্ট-মার্শের তান্ডবে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস স্পোর্টস: ম্যাথু শর্ট ও অধিনায়ক মিচেল মার্শের ব্যাটিং তান্ডবে এক ম্যাচ বাকী রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গতরাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রথম টি-টোয়েন্টি ১১১ রানের বড় ব্যবধানে জিতেছিলো অসিরা। গত শুক্রবারের জয়ে সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ডারবানে টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ওপেনার তেম্বা বাভুমার মারমুখী ব্যাটিংয়ে ৩ ওভারে বিনা উইকেটে ৩৬ রান পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর ১০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে প্রোটিয়ারা। বাভুমা ১৭ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৩৫, রাসি ভ্যান ডার ডুসেন ৬, রেজা হেনড্রিক্স ৩ ও ডিয়াল্ড ব্রেভিস খালি হাতে ফিরেন। ৪৬ রানে ৪ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক আইডেন মার্করাম ও ট্রিস্টান স্টাবস। পঞ্চম উইকেটে ৪০ বলে ৫১ রান যোগ করেন তারা। ব্যক্তিগ ২৭ রানে স্টাবসের বিদায়ে পর সপ্তম উইকেটে গেরাল্ড কোয়েটজিকে নিয়ে ২৫ বলে ৪১ রান তোলেন মার্করাম। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রানের লড়াকু সংগ্রহ ডায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে ৪৯ রান করেন মার্করাম। কোয়েটজি ১১ ও লুঙ্গি এনগিডি ৭ বলে অপরাজিত ১৩ রান করেন। অস্ট্রেলিয়ার সিন অ্যাবট-নাথান এলিস ৩টি করে উইকেট নেন। ১৬৫ রানের টার্গেটে ৩২ রানের সূচনা করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার শর্ট ও ট্রাভিস হেড। জুটিতে ১৮ রান করে ফিরেন হেড। দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর চড়াও হন শর্ট ও মার্শ। এতে ১১তম ওভারেই দলীয় ১শ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। কোয়েটজির করা ঐ ওভারে ২৪ রান তুলে টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতক পূর্ণ করেন শর্ট। পরের ওভারে স্পিনার তাবরাইজ শামসির বলে আউট হওয়ার আগে ৭টি চার ও ৪টি ছক্কায় ৩০ বলে ৬৬ রান করেন শর্ট। শর্ট-মার্শ ৪৫ বলে ১০০ রানের জুটি গড়েন। দলীয় ১৩২ রানে শর্ট ফেরার পর অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন মার্শ। তৃতীয় উইকেটে জশ ইংলিশকে নিয়ে ১৭ বলে অবিচ্ছিন্ন ৩৬ রান যোগ করেন তিনি। এরমধ্যে ৩৪ রানই ছিলো মার্শের। ২৮ বলে টি-টোয়েন্টিতে অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে ৭৯ রানে অপরাজিত থাকেন মার্শ। তার ৩৯ বলের ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কা ছিলো। প্রথম ম্যাচে ৪৯ বলে অপরাজিত ৯২ রান করেছিলেন মার্শ। ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অ্যাবট। আজ রোববার ডারবানেই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com