শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

শহর জামায়াতের বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় মুন্সিপাড়াস্থ আলামিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে শহর জামায়াতের আমীর জেলা কর্মপরিষদ সদস্য জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা কর্মপরিষদ সদস্য ও শহর সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরাহ সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। উল্লেখ্য, ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের করণীয় ও বর্জনীয় বিষয়ক বাৎসরিক পরিকল্পনা পেশ করা হয়। ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলা হয় প্রকৃতপক্ষে ইসলামের সুমহান আদর্শের ধারক ও বাহক হয়ে প্রতিটি ঘরে প্রতিটি ব্যক্তির কাছে ইসলামের আদর্শকে পৌঁছে দিতে হবে। ইসলামের আদর্শ মুখে প্রচারের সাথে সাথে নিজেকে ইসলামের সুমহান আদর্শেও ধারক ও বাহক হওয়ার মাধ্যমে নিজেকে সত্যের সাক্ষ্য হিসেবে উপস্থাপন করার মাধ্যমে প্রতিটি ঘরে প্রতিটি ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনেকে পৌঁছে দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভিত্তিকে মজবুত করতে হবে। জামাতের প্রতিটি দায়িত্বশীলকে হতে হবে সৎ, যোগ্য, আল্লাহভীরু ও আদর্শ নাগরিক, রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে এমন কোন কাজ জামায়াতের কোন কর্মী কোন অবস্থায় করবে না।—প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com