দেবহাটা অফিস ॥ কুলিয়ার শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন দৃষ্টিপাতের কুলিয়া ইউনিয়ন প্রতিনিধি শহিদুল ইসলাম মাষ্টার গতকাল মাদ্রাসা শিক্ষক মিলনায়তনে নির্বাচিত সকল পর্যায়ের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন মাদ্রাসা সুপার (ভারপ্রাপ্ত) শাহিদুর রহমান, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির অপরাপর সদস্যরা হলেন যথাক্রমে আবু সাইদ, আঃ রাজ্জাক, তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন, আদিত্য কুমার, রাবেয়া খাতুন, শহিদুল ইসলাম, সাংবাদিকতা ও শিক্ষাকতার পাশাপাশি, ক্রীড়া সহ ফুটবল খেলা পরিচালনায় (রেফারী) সংশ্লিষ্ট।