স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের ইতিহাসে ১৪ ডিসেম্বর একটি কলংকিত দিন। এইদিন পাকিস্তানী সরকার ও তাদের দোসররা পরিকল্পিত ভাবে বাঙ্গালী জাতিকে মেধা শূণ্য করতে হত্যাযজ্ঞ চালায়। তারা পূর্ব পাকিস্তানের সকল বুদ্ধিজীবী, জ্ঞানী, শিক্ষাবীদদের তুলে নিয়ে নির্মম ভাবে হত্যা করে। তাদের স্মরণে শহিদ বুদ্ধিজীবী দিবসে সাতক্ষীরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। কর্মসূচীর মধ্যে বৃহস্পতিবার সকালে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন, বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, সুবিধা মত সময়ে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা। ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত এবং প্রার্থনা, ও সন্ধ্যায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।