কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। এ সময় তিনি বলেন,শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা ঐক্যবদ্ধভাবে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে। আমরা বারবার চেষ্টা করছি সবাইকে একত্রিত করে গণতান্ত্রিক উপায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি উপহার দিতে। কেউ যদি ব্যক্তিগত আক্রোশে দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করতে চায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আমরা পিছপা হবো না। তিনি আরও বলেন, অতীতের সকল বিভেদ ভুলে যেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে হবে।”‘ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, ড. মনিরুজ্জামান মনি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল। এছাড়াও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম, জাসাস—এর আহ্বায়ক মুরশীদ আলী, মৎস্যজীবী দলের সাবেক সেক্রেটারি সফির উদ্দীন, তাঁতি দলের সদস্য সচিব ফারুক হোসেন এবং শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সেলিম সভায় উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ১২ ইউনিয়নের বিএনপির সাবেক আহ্বায়কগণও অংশ নেন। অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সমন্বয়ক, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু ও সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।