স্টাফ রিপোর্টার \ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে গতকাল বেলা ১১টায় শহরের হাটের মোড়ে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর আহবায়ক শের আলী, সদস্য সচিব মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর আহবায়ক এড. নুরুল ইসলাম, সদস্য-সচিব নূরে আলম সিদ্দিকী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাঃ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাঃ সম্পাদক এইচ আর মুকুল, সহ-সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য এড. এবিএম সেলিম, জেলা কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, সদস্য সচিব শাহিনুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সাঃ সম্পাদক খুরশীদ জাহান শিলা, জেলা জাসাসের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, সদস্য সচিব ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক আইয়ুব হোসেন সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম।