বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

শহীদ রফিকের কবর জিয়ারত করলো ছাত্রশিবির নেতৃবৃন্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫

আশাশুনি ব্যুরো \ আশাশুনিতে ১১ই মার্চ ইসলামী ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়া করেছেন ছাত্রশিবির নেতৃবৃন্দ। গতকাল এ সাক্ষাৎ ও কবর জিয়ারত করা হয়। আশাশুনির শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের কৃতি সন্তান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র,ইসলামী ছাত্র শিবিরের১১৪ তম শহীদ, শহীদ রফিকুল ইসলাম রফিক এর কবর জিয়ারত করেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সাহিত্য সম্পাদক মোঃ মতিউর রহমান,জেলা প্রকাশনা সম্পাদক মোঃ আনিসুর রহমান,আশাশুনি উপজেলা সভাপতি ইয়াসিন আরাফাত,ইউনিয়ন পাঠাগার সম্পাদক নাফিউর রহমান সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। এ সময় শহীদ রফিকের ভাই অধ্যাপক আব্দুল মালেকসহ পরিবারের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং সার্বিক খোজ খবর নেন। উল্লেখ্য—২০০১ সালের ৮ই জুন রফিকুল ইসলাম জাসদ ছাত্রলীগের ক্যাডারদের হাতে শাহাদাত বরণ করেন। শাহাদাতের আগ পর্যন্ত তিনি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের দায়িত্বশীল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com